Wednesday, 5 October 2016

যুদ্ধ থেকে ভারতের পিছুটান কেন?

বারবার হুমকি দমকি দেওয়ার পরও যুদ্ধ থেকে ভারতের কেন পিছুটান? আসলে আপনি অস্ত্র দিয়ে সবসময় জয়ী হতে পারবেন না। আপনাকে ভাবতে হবে - যুদ্ধের ফলাফল কি হবে। আপনাকে ভাবতে হবে - যুদ্ধের পর কি হবে। প্রথম ক্ষেত্রে আপনি যদি জয়ীও হোন দ্বিতীয় ক্ষেত্রটা ভেবেই আপনাকে যুদ্ধে নামতে হবে। আমার ধারনা মতে ভারত দ্বিতীয়টাই ভেবেছে।      

                        ভারত বিদ্বেষীর কারন

 শুধু ভারত নয় অন্য কোন দেশ হলেও এটা ভেবেই যুদ্ধ এড়িয়ে যেত। এখন ভারতের ক্ষেত্রে যুদ্ধের ক্ষতিগুলো কি?
১. ভারতের অর্থনৈতিক শক্তি উর্ধমুখী। দিন দিন বেড়েই চলেছে এমতাবস্থায় যুদ্ধ হলে ভারতের অর্থনৈতিক চাকা স্তব্দ হয়ে যাবে।
২. উন্নয়নশীল দেশ। ভারত দক্ষিন এশিয়ার মধ্যে উন্নত। এমতাবস্থায় যুদ্ধ হলে দেশটি ৫০ বছরের পেছনে চলে যাবে।
৩. পাকিস্তানের লোকসংখ্যা থেকে ভারতের লোকসংখ্যা কয়েকগুন বেশি। এমতাবস্থায় পাকিস্তান থেকে ভারতের লোকসংখ্যা বেশি মারা যাওয়ার সম্ভাবনা।
৪. সবচেয়ে বড় ক্ষতিটা হতে পারে বিভাজনে। ভারতের অনেক রাজ্য আছে যারা যেকোন সময় স্বাধীনতা ঘোষনা করতে পারে। যুদ্ধ শুরু হলে ঐসব রাজ্য যদি নিজেদের স্বাধীন ঘোষনা করে বসে তাহলে ভারতের পক্ষে এসব ঠেকানো সম্ভব হবে না।
৫. বহির্বিশ্বে ভারতের অবস্থা কি হবে সেটাও ভাবার বিষয়।


শীর্ষ মতামত>>>>>

পাকিস্তানে কেন ভারত আক্রমন করতেছে না?

পাকিস্তান ভারত যুদ্ধ হলে বাংলাদেশের ক্ষতি কতটুকু?

রাশিয়া পাকিস্তানে যোগ দিল কেন? বেইমানি?