Saturday, 25 February 2017

পাকিস্তানে কেন ভারত আক্রমন করবে না?

অস্ত্রের দিক থেকে পাকিস্তানের চেয়ে ভারতের অস্ত্র ভান্ডার বেশি তবু কেন ভারত পাকিস্তান আক্রমন করবে না? এমন প্রশ্নের উত্তর দিতে গেলে অনেকেই ঠাস করে বলে দিবে হয়তো সত্য সত্য ভারতের সেই সামর্থ্য নাই। কিন্তু আসলে
ব্যপারটা তা না। যুদ্ধের ক্ষয়ক্ষতি সবসময় ভয়াবহ হয়। আর পারমানবিক বোমার কথা বলে লাভ নাই। পারমানবিক বোমা নিক্ষেপ করা এতই যদি সহজ হতো তাইলে এতদিনে ইরাক, উত্তর কোরিয়া, ইউক্রেনে পারমানবিক বোমা পড়ে যেত। যাইহোক ভারত পাকিস্তান আক্রমন করতে পারবে না কারন ভারতের সেনাবাহিনীর প্রায় ৮০-৯০% পাকিস্তান এবং চীনা সীমান্তে। এর মধ্যে ৪০% চীনা সীমান্তে। বাকী ৪০-৫০% পাকিস্তান সীমান্তে। এখন ভারতের সাথে চীনাদের সম্পর্ক ভালো না তাই চীনা সীমান্ত থেকে সেনা এনে পাকিস্তানি সীমান্তে রাখা ভারতের জন্য সম্ভব না। বাংলাদেশী সীমান্তে ভারতের সেনাবাহিনির ৫-৮% (কারন বাংলাদেশের সাথে তাদের যুদ্ধ বাধার কোন কারন নাই) রাখা। এখান থেকে যদি ভারত ৫% সেনাবাহিনীও পাকিস্তানি সীমান্তে নেয় তবুও পাকিস্তানিদের সাথে পেরে উঠা কঠিন হবে। আর ভারত এ কারনে যদি হেরে বসে তবে ভারত কয়েক খন্ড হয়ে পড়বে। এরজন্য ভারত কখনোই পাকিস্তান আক্রমন করতে পারবে না।
 পাকিস্তানের ক্ষমতা ভারতের হাটুর সমান >>> পড়ুন বিস্তরিত