Wednesday, 15 March 2017

পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করতে পারবে না কেন?

পাকিস্তানের সামরিক শক্তি ভারতের চেয়ে কিছুটা কম হলেও তাদের সেনাবাহিনী ভারতের চেয়ে দক্ষ তারপরেও কেন পাকিস্তান ভারত আক্রমন করতেছে না?
দেখুন ভাই, আগে আপনাকে যুদ্ধের ক্ষয়ক্ষতি হিসাব করে, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক বিবেচনা করে তারপর যুদ্ধ শুরু করতে হবে। কতজন বেসামরিক লোক মারা যাবে সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। যাইহোক আপাদত ভাবাভাবি থামিয়ে মুলকথায় আসি। এর আগে এক ব্লগে আমি লিখেছিলাম  পাকিস্তানে কেন ভারত আক্রমন করতেছে না? আজ আমি পাকিস্তানের সমস্যা বলতে চেষ্টা করবো। আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখেন তাইলে দেখবেন পাকিস্তানের পার্শ্ববর্তী দেশগুলো হল ইরান, আফগানিস্তান, চীন ও ভারত। এই পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে কেবল চীনের সাথেই পাকিস্তানের সম্পর্ক ভালো। সেক্ষেত্রে
পাকিস্তানের টোটাল সেনাবাহিনী চীন সীমান্ত ছাড়া অন্যসব পার্শ্ববর্তী সীমান্তে পর্যাপ্ত পরিমান রাখা বাঞ্ছনীয়। ট্যাংক, ফাইটার প্লেন ইত্যাদি যত যুদ্ধযান আছে সেগুলোও ঐসব সীমান্তে রাখা জুরুরী। এখন যদি ভারতের সাথে যুদ্ধ শুরু করে দেয় পাকিস্তান সেখানে পাকিস্তানকে জয়ী হতে হলে আফগানিস্তান, ইরান সীমান্ত থেকে সামরিক বাহিনী অবশ্যই আনতে হবে কিন্তু তখন যে ইরান এবং আফগানিস্তান কিছু করবে না এমন গ্যারান্টি কিন্তু আফগানিস্তান বা ইরান দিবে না। এসব মাথায় রাখলে কখনোই পাকিস্তান ভারত আক্রমন করে বোকামির পরিচয় দিবে না।
পরিশেষে এইটুকু বলাই বোধহয় শ্রেয় যে- যুদ্ধ কখনোই শান্তি আনেনা। ভারত পাকিস্তানের উচিত দ্বিধা ভুলে গিয়ে পরস্পর পরস্পরের সাথে বসে জাতীয় ইস্যুটাকে শান্তিতে পরিনত করা। আসুন আমরা যুদ্ধকে উস্কানি না দিয়ে বরং প্লেকার্ড নিয়ে বলি- আমরা যুদ্ধ চাইনা, শান্তি চাই।