রাশিয়া পাকিস্তানের
পক্ষে এসে দাড়িয়েছে। এমনভাবেই দাড়িয়েছে যে রাশিয়ার সেনাবাহিনী পাকিস্তানী
সেনাবাহিনীর সাথে যৌথ মহড়া শুরু করে দিয়েছে। ভারতের সাথে রাশিয়ার সাথে তো দারুন
সম্পর্ক ছিল তবে কেন এ বিশ্বাসঘাতকতা?
হুম। আপনাকে বিশ্ব রাজনীতি বুঝতে
হবে। ভারত পাকিস্তান যেমন চিরপ্রতিদ্বন্দ্বী তেমনি রাশিয়া আমেরিকা একে
অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। এখন আমেরিকা যেদিকে যাবে রাশিয়া সেদিকে যাবে না
এটাই স্বাভাবিক। পাকিস্তান ভারত দ্বন্দ্বে আমেরিকা যে ভারতের পাশে এটা সবারই
জানা আর এর প্ররিপ্রেক্ষিতে রাশিয়া যে পাকিস্তানের পক্ষে যাবে এটা অনুমেয়
ছিল। শুধু ই কি গিয়েছে? সবার আগে পাকিস্তানে সেনাবাহিনী পাঠিয়ে যৌথ মহড়ায়
সামিল হচ্ছে।
বিশ্ব রাজনীতি এখানে মোড় নিচ্ছে। যুদ্ধ বাধলে পৃথিবীর
কারোরই খুশি হওয়ার কারন নেই। পাকিস্তান ভারত যুদ্ধ যে বিশ্বযুদ্ধে পরিনত
হবে এটা নিশ্চিত। পরমানু অস্ত্রে সজ্জিত পৃথিবীটা আরেকটা যুদ্ধই হয়তো শেষ
যুদ্ধ প্রিয় বাসভুমি নিঃশ্চিহ্ন হওয়ার।
আরোও খবর >>>
পাকিস্তান ভারত যুদ্ধ হলে বাংলাদেশের ক্ষতি কতটুকু?
পাকিস্তানে কেন ভারত আক্রমন করতেছে না?