Sunday, 25 September 2016

মাশরাফির চোখে মুস্তাফিজ ই সেরা কেন?

মুস্তাফিজ এখন বাংলাদেশের অত্যাবশ্যকীয় এক বোলারের নাম। কখনো কাটার, কখনো স্লো, আবার কখনো স্লো কাটার! এক ওভারে তিন চারটি বিচিত্র ধরনের বল! কে পারে এভাবে বল করতে? মাশরাফি তাই মুস্তাফিজে মুগ্ধ।
"ও (মুস্তাফিজ) বর্তমানে সেরা বোলার" এমন কথা মাশরাফির মুখে সচরাচর শুনা যায়। মাশরাফির কাছে মুস্তাফিজের সরলতাও খুব পছন্দের। শিক্ষা না থাকলেও মুস্তাফিজের আছে মার্জিত আচরন। সাধারন নয় অতিসাধারন আচরনে মাশরাফি মুস্তাফিজের পুরো ভক্ত।
"বিশ্ব এখন দ্রুততম বোলার শাসন করলেও মুস্তাফিজ তার সেরাটা দিলে যেকোন বোলারের চেয়ে মুস্তাফিজ এগিয়ে" মুস্তাফিজ ভক্তের এমন উক্তি মাশরাফিকে জানালে তিনি একটু মুচকি হেসে বললেন- " একচুয়ালি তাই, ফিজ অনেক ভালো বোলার এটা সবাই জানে"।
আপাতত মুস্তাফিজ চোটের কারনে মাঠের বাইরে। আমাদের প্রত্যাশা মুস্তাফিজকে দেশের জন্যই বেশি খেলানো হোক।


আরোও খবর >>>

ডিসেম্বর জানুয়ারিতে ফিরবেন মুস্তাফিজ 

সাকিবের ডাক নাম ময়না !