Sunday, 25 September 2016

আইসিটি থেকে ইনকাম কোর্স করানো হবে কি না?

আইসিটি থেকে ইনকাম কোর্স করানো হবে কি না? এমন প্রশ্নের উত্তর আসলে আমাদের আগেই দেওয়ার দরকার ছিল। অনেকেই আইসিটি ক্যারিয়ার ক্যাম্প করে কি করবো জানতে চান। আজকে আমি চেষ্টা করবো সামান্য ধারনা দেওয়ার।
দেখুন অনলাইনে ইনকাম বিভিন্ন ওয়ে তে করা যায় যেমন রাইটিং, এস ই ও, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি আরো হাজার রাস্তা। এগুলোকে আমরা আউটসোর্সিং বলি।
এখন আপনি ওয়েব ডিজাইন করতে পারেন ভালো কথা, আপনি ওয়েব ডেভেলপার। আপনি যদি আপনার এই স্কিল দিয়ে টাকা আর্ন করতে চান তবে আপনি ফ্রীল্যান্সার। আর যদি না আর্ন করেন তবে আপনি ডেভেলপার ই থাকবেন। আমরা শুধু আপনাকে ওয়েব ডেভেলপার বানাবো। তবে হ্যা, আপনি যদি ফ্রীল্যান্সার হতে চান তবে সেক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করবো, আমাদের ছাত্র বলে কথা।
যাইহোক হয়তো ধারনা কিছুটা দিতে পারছি। আমরা পরীক্ষার মাধ্যমে যাচাই করে দেখবো কে রাইটার হতে পারবে বা কে গ্রাফিক্স ডিজাইনার হতে পারবে। তারপর আমরা সে অনুসারে আপনাদের গড়ে তুলবো।

আরোও খবর >>>

রাশিয়া পাকিস্তানে যোগ দিল কেন? বেইমানি?

 

পাকিস্তানে কেন ভারত আক্রমন করতেছে না?