Tuesday, 27 September 2016

টাই পড়া নাজায়েজ!

আমরা জাকির নায়েককে টাই পড়তে দেখেছি। আজ আমরা জাকির নায়েক সম্পর্কে না বলে শুধু দেখবো টাই পড়া জায়েজ নাকি নাজায়েজ।
ইসলামে এমন কোথাও নেই যে নির্দিষ্ট এই টাইপের পোশাক পড়তে হবে। ইসলামে বলা আছে শরীরের একটা নির্দিষ্ট অংশ ঢাকতে হবে। পুরুষের ক্ষেত্রে সেটা হবে হাটু থেকে নাভির উপর পর্যন্ত। আমি যদি শার্ট প্যান্ট পড়ে আমার এইটুকু অংশ ঢেকে রাখি তাহলেই আমার ফরজ আদায় হয়ে গেল সেক্ষেত্রে আমাকে আরবদের মত কিংবা পাকিস্তানিদের মত পোশাক না পড়লেও হবে। তবে পোশাক হতে হবে ঢিলেঢালা। আমি টাই ও পড়তে পারি যদি আমি শীত থেকে বাচার জন্য এটা পড়ি অথবা অন্য কোন উপকারের জন্য সেক্ষেত্রে কোন পরিধেয় বস্তু যেন বিধর্মীদের অনুসরন করার জন্য না হয়।


 আরোও খবর >>>

পাকিস্তানে কেন ভারত আক্রমন করতেছে না?

রাশিয়া পাকিস্তানে যোগ দিল কেন? বেইমানি?

পাকিস্তান ভারত যুদ্ধ হলে বাংলাদেশের ক্ষতি কতটুকু?