 |
Bangladesh, India, Pakistan |
পাকিস্তান আর
ভারতের মধ্যে যদি যুদ্ধ শুরু হয় তবে এর ক্ষতি কতটুক গড়াবে তা এত সহজে বলা
মুশকিল। যুদ্ধের ক্ষতি ইরাক সিরিয়া ই ভালো জানে। কিন্তু পাক ভারত যুদ্ধের
ক্ষতি যে হিসাব মিলানো ভার তা সহজেই অনুমেয়। কথা হচ্ছে তাদের ক্ষতি হলে হবে
কিন্তু বাংলাদেশের আবার কি হবে? হ্যা, এরকম প্রশ্ন দিয়ে আমার জিমেইল ভরে
গেছে কিন্তু বন্ধু আসুন হিসাব করি। পাক ভারত যুদ্ধ কিন্তু এই দু দেশের
মধ্যে সীমাবদ্ধ থাকবে না তার নজির কিন্তু একটু হলেও দেখা যাচ্ছে র
ুশ
বাহিনী পাকিস্তানে আসার পর। যদি পাক ভারত যুদ্ধ শুরু হয় তবে সেটা রুপ নিবে
ভয়াবহ আকারে। বাংলাদেশ যেহেতু পুরোটাই ভারতের ভেতরে আর বাংলাদেশ তেমন
শক্তিশালী দেশ নয় সেহেতু মানচিত্র দেখে পাকিস্তান বাহিনি বা রুশ বাহিনী
আক্রমন করবে না বরং তাদের সুবিধামত আক্রমন চালাতে গেলে যদি বাংলাদেশের উপরও
আঘাত হানতে হয় তবে তারা হানবে। আর যদি কোন ক্রমে পারমানবিক আক্রমন হয় তবে
সেক্ষেত্রে মিনিমাম ২০০কোটি মানুষ মারা যাবে যেখানে পাকিস্তানের ৯৫%,
ভারতের ৯০%, বাংলাদেশের ৯৫%, চীনের ৫০%, নেপাল ভুটান আফগানিস্তানের ৯০%
করে মানুষ মারা যাবে, বাদ যাবে না মায়ানমারও।
অতএব এত উত্তেজনার মাঝেও উভয় দুই দেশের শান্ত হওয়া উচিত। অন্তত এই ২০০কোটি মানুষের স্বার্থে।