Wednesday, 28 September 2016

জয় চোর তার কঠিন প্রমান!

"জয় চোর আইসিটি পুরস্কার পেয়েছে" এ নিয়ে আমাদের মাঝে বয়ে চলেছে না খেয়ে এক বাকযুদ্ধ। তবে আসল কথা তার চেয়েও বড় এই ব্যপারে যে জয়ের নামে আমেরিকাতে একটা মামলা হয়েছে। কিসের মামলা? জয় টাকা আত্নসাত করেছে এবং সেটা আমেরিকার এক প্রভাবশালী পত্রিকায় ছাপা হইছে।
মামলা করলেই একজন চোর হয়া যায় না বরং মামলা প্রমানিত হলেই কেবল ঐ ব্যক্তিকে চোর বলা যায় যেটা এখনো জয়ের জন্য হয় নাই।
আমিও ইচ্ছা করলে আপনার নামে মার্ডার সম্পর্কিত মামলা ঠুকে দিতে পারি তাই বলে আপনি কি সত্য সত্যই মার্ডারার হয়ে যাবেন? নিশ্চয় না।
সো মামলা প্রমানিত হওয়ার আগে আপনি কখনোই জয়কে চোর বলতে পারেন না। আসুন আমরা অপেক্ষা করি।


 আরোও খবর >>>

টাই পড়া নাজায়েজ!