বুধবার আসছে আফগানিস্তান। তাসকিন-রুবেল’রা ব্যস্ত নিখুত বোলিংয়ে। মাঠের বাইরে থেকে দেখছেন মুস্তাফিজুর রহমান। ফিট থাকলে ২২ গজে শান দিতে ব্যস্ত থাকতেন দ্য ফিজ। অস্ত্রোপচারের ছয় সপ্তাহ পেরিয়ে গেছে। বিশ্রামের পর বিসিবির পুর্নবাসন শুরু হচ্ছে শিগগিরই। এখনো দিনক্ষণ ঠিক না হলেও দ্রুত বল হাতে নামতে চান মুস্তাফিজ। সব ঠিক থাকলে নিউজিল্যান্ড সিরিজে ফিট মুস্তাফিজকে দেখা যাবে।