Thursday, 6 October 2016

ল্যাপটপ সুরক্ষিত রাখার উপায়

দৈনন্দিন কাজ থেকে শুরু করে প্রায় সকল ক্ষেত্রেই ল্যাপটপ এখন প্রায় অত্যাবশ্যকীয় এক যন্ত্র। আমরা অনেকেই ল্যাপটপ কেনার কয়েকদিন পরই সমস্যায় পড়তে শুরু করি যেমন- ব্যাটারীর ব্যাকআপ কমে যায়, এটা নষ্ট হয় ওটা নষ্ট হয় ইত্যাদি। আজ আমি সমস্যা থেকে কিভাবে সমাধানে আসা যায় তা নিয়ে আলোচনা করবো।
১)ল্যাপটপ কেনার পর অনেকেই ভেবে থাকেন ল্যাপটপ যত বেশি চালাবেন তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। না, আপনার ধারনা ঠিক নয়। ল্যাপটপ যত চালাবেন তত ভালো থাকবে। যদি না চালান তবে মরিচা ধরার মত হয়ে যাবে।
২) ব্যাটারি ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে ল্যাপটপে ভালো চার্জ রাখতে হবে। কখনোই ডিসচার্জ করা যাবে না। সেক্ষেত্রে ল্যাপটপ চালানোর সময় চার্জার লাগিয়ে রাখুন। মনে রাখবেন এটা মোবাইল না। ল্যাপটপে বিশেষ যন্ত্র লাগানো আছে যেটা চার্জে লাগিয়ে সেফলি চালানোর জন্য অত্যাবশ্যকীয়। মোবাইলের ব্যাটারিকে মাঝে মাঝে ডিসচার্জ করতে হয় কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে তা ভিন্ন। ল্যাপটপ যদি কয়েকদিনের জন্য ব্যাবহার না করতে চান তাইলে ফুল চার্জ করে রাখুন।
৩) আপনার ল্যাপটপকে সবসময় ধুলোবালি মুক্ত স্থানে রাখুন। কয়েকদিন পরপর পরিস্কার করুন।
৪) আপনার ল্যাপটপ যদি বেশি গরম হয় তবে এক্সট্রা ফ্যান ইউজ করতে পারেন। আরেকটা অভিনব কৌশল হচ্ছে - আপনি যদি কয়েকটা ধাতব মুদ্রার উপর ল্যাপটপ বসিয়ে ইউজ করেন তবে সেক্ষেত্রে কম্পিউটার সহজে গরম হবে না কারন ধাতব মুদ্রা অনেক তাপ শোষন করতে পারে।
৫) আবশ্যই আপনার ল্যাপটপের ক্ষমতা অনু্যায়ী কাজ করুন। পাশাপাশি এন্টিভাইরাস ব্যাবহার করুন।



আইসিটি থেকে ইনকাম কোর্স করানো হবে কি না?