Saturday, 22 October 2016

মুস্তাফিজ নাকি আমির- কে সেরা?

মুস্তাফিজের বোলিং ভেরিয়েশন আমিরের ভেরিয়েশনের চেয়ে কিছুটা আলাদা। আজ দেখবো মুস্তাফিজ আর আমিরের বোলিং তফাৎ সাথে সাথে এটাও প্রমান করবো মুস্তাফিজ কেন আমিরের চেয়ে উন্নত।
প্রথমত আমিরের কথা দিয়ে শুরু করি। আমির নরমালি ১৪৮-১৫০/প্রতি ঘন্টা বল করতে পারে অনায়াসে। একজন বোলার যখন এত জোড়ে বল করে তখন আর কি লাগে? একজন ব্যাটসম্যান সেই বল মোকাবিলা করতে ভয় পায় ঠিক ই তবে শুধু গতি দিয়ে ব্যাটসম্যানদের কাবু করা খুব সহজ নয় এর জন্য অবশ্যই সুইং কাটার ইত্যাদির দরকার আছে। যেমন বাংলাদেশের তাসকিনের কথা যদি উঠে তবে বলবো তাসকিন জোড়ে বল করতে পারে বাট সুইং টুইং বেশি কিছু হয় না যার ফলে তাসকিন তেমন একটা সুবিধা করতে পারে না। আমিরের ক্ষেত্রে দেখা যায় বল জোড়ে বল করার পাশাপাশি সে ভালো সুইং (ইন সুইং, আউট সুইং) আর সামান্য কাটারও দিতে পারে যার জন্য আমিরের বল বুঝে উঠা প্রত্যেক ব্যাটসম্যানদের জন্যই কঠিন।
আমিরের প্রতি ওভারের ছয়টি বলে মুটামুটি তিনটি বা চারটি ভেরিয়েশন দেখা যায়। অপরদিকে মুস্তাফিজের কথা যদি বলা হয় তাহলে প্রথমেই বলবো যে ও( মুস্তাফিজ) কিন্তু আমিরের মত এত জোড়ে বল করতে পারে না( সর্বোচ্চ ১৪২কিমি প্রতি ঘন্টা)। সেক্ষেত্রে মুস্তাফিজকে ভেরিয়েশনের উপর জোর দিতে হয় যেমন ইনসুইং, আউট সুইং, কাটার, স্লো কাটার ইত্যাদি। সব মিলিয়ে দেখা যায় মুস্তাফিজ এক ওভারে প্রায় ৫টা ভেরিয়েশনে বল করেন যেটা রীতিমতো অবাক করার মতো আর সবচেয়ে দামি যে কথাটা সেটা হলো আমিরের চেয়ে মুস্তাফিজের সুইং কাটারগুলা অনেক বেশি ধারালো। মুলতঃ এই কারনগুলোর জন্যই আমিরের চেয়ে মুস্তাফিজের প্রতি ক্রিকেট বেশি আগ্রহী।