Thursday, 13 October 2016

মেয়েদের মন জয় করার তিনটি জিনিস

মেয়েদের মন জয় করা আর একশো লোকের সাথে যুদ্ধে জয়ী হওয়া একই কথা। কিন্তু সহজেই আপনি একটি মেয়ের মন জয় করে নিতে পারেন এর জন্য মনোবিশারদ হওয়ার একটুও দরকার নেই শুধু লেখাটা পড়েন আর সেই অনুযায়ী কাজ চালিয়ে যান।
১) ফুল। হ্যা আমি ফুলের কথাই বলছি। প্লাস্টিকের ফুল নয় ভাই। এমন কোন মেয়ে নেই যে তারা ফুল ভালোবাসে না। যে মেয়ে ফুল ভালোবাসে না সে মেয়ে নাকি অন্যকিছু আমাকে দুইবার ভাবতে হবে। যাইহোক আপনার পছন্দের মেয়ে কোন ফুল বেশি পছন্দ করে সেটা আপনাকেই বুঝে নিতে হবে। গোলাপ হলে প্রতিদিন একটা করে গোলাপ তার জন্য পকেটে করে নিয়ে যান। বেলি ফুল হলে মালা করে নিয়ে জান। তারপর ম্যাজিক দেখার জন্য কয়েকদিন অপেক্ষা করুন।
২) চকলেট। পকেটে যদি টাকা থাকে তাহলে ১৫০টাকা (কম বেশি হতে পারে) দিয়ে একটা ক্যাডবেরি কিনে ফেলুন। পছন্দের মানুষটাকে চোখ বন্ধ করিয়ে চকলেট টা হাতে ধরিয়ে দিন। কম টাকা দিয়েও ভালো চকলেট পাওয়া যায়। সেগুলোও দিতে পারেন। দুই একদিন পরপর এই কাজটা চালিয়ে যান আর আপনার প্রিয় মানূষটাকে দেখেন আপনার প্রতি কতটা দুর্বল হয়ে পড়তেছে।
৩) আইসক্রিম। নিশ্চয়ই আপনার চকবার আর কোণ আইসক্রিম এর কথা মনে পড়ে যাইতেছে? হ্যা ভাই এসব আইসক্রিমের কথাই বলতেছি। আপনার প্রিয় মানুষটাকে কয়েকদিন পর পর আইসক্রিম এনে দিন। মালাই থেকে শুরু করে আপনার সাধ্যের মধ্যে যেটা কুলায় সেটাই এনে দিন। আর দেখুন আপনার প্রিয় মানুষটার অন্তরে আপনার ঠাই কতটুকু গভীরে চলে যায়!

আপনি উপরের তিনটি জিনিস নিয়মিত চালিয়ে যান। যদি কাজ না হয় তবে ছাদ থেকে লাফ দিয়ে মাটিতে পড়ার দরকার নেই। আমি আবার আসবো নতুন আরো তথ্য নিয়ে আপনার ছাদ থেকে লাফিয়ে পড়ার আগেই। সো আমাদের সংগেই থাকুন। কিছু জানতে চাইলে অথবা আপনার লেখা পাঠাতে চাইলে পাঠিয়ে দিন এখনি এই ইমেইল এ- bmasud81111@gmail.com