
অস্ট্রেলীয় কিংবদন্তি
শেন ওয়ার্ন এক টেলিভিশন সাক্ষাতকারে বলেন বাংলাদেশের বর্তমান অধিনায়ক
মাশরাফি বিন মর্তুজা তার দেখা সেরা অধিনায়ক এমনটাই জানিয়েছে সেদেশের এক
প্রভাবশালী পত্রিকা সিডনি টাইমস। শেন ওয়ার্ন এর কাছে জানতে চাওয়া হয়
বর্তমান সময়ে তার দেখা সেরা অধিনায়ক কে? এমন প্রশ্নের উত্তরে তিনি এ কথা
বলেন। কারন জানতে চাইলে তিনি বলেন - ম্যাশ এমন একজন অধিনায়ক যে নিজের
ভবিষ্যত না ভেবে দেশের ক্রিকেটের জন্য এখনো পরিশ্রম করে যাচ্ছে। ছেলেটা খুব
ক্রিকে
টপ্রেমি নাহলে সাত সাতবার অস্ত্রোপাচার করার পরও মাঠে নামবে কেন?
মাশরাফি সম্পর্কে শেন ওয়ার্ন খুব সচেতনভাবেই কথা বলেছেন এবং কিছু যুক্তিও স্থাপন করেছেন বলে জানায় সিডনি টাইমস।
দেশের গন্ডি পেরিয়ে ম্যাশ যে সর্বকালের সেরাদের মন জয় করে নিয়েছেন তার একটা প্রমান শেন ওয়ার্ন নিজেই।
শেন ওয়ার্ন নিজের ভাষাতেই বলেছেন - ক্রিকেট ওকে মনে রাখবে।
আরোও খবর >>>
মাশরাফির চোখে মুস্তাফিজ ই সেরা কেন?