Monday, 10 October 2016

বাংলাদেশে জংগিরা অনেক পপুলার

বাংলাদেশে জংগিরা অনেক পপুলার। তাই আমি বাংলাদেশি জংগি হতে চাই। বাংলাদেশে জংগিদের অনেক কদর। জংগিদের জন্য অনেককেই কান্নাকাটি করতে দেখেছি। তাই আমি জংগি হব।
কথাগুলো শুনে প্রথমেই আপনি আশ্চর্য হবেন তারপর বুড়ো কুচকাবেন। এই তো? তবে আশ্চর্য হওয়ার কোন কারন নেই বন্ধু।
বাংগালিদের রক্ত আর ইংরেজদের রক্ত লাল কিন্তু বৈশিষ্ট্য আলাদা। বাংগালিদের মেজাজ এতটাই প্রখর উগ্র যে লাল রক্তে প্রবাহিত হয় যাইহোক আজ আমার আলোচনা জংগি নিয়ে, মেজাজ নিয়ে নয় কিন্তু কেন জানি মেজাজের কথাটা চলে আসল
দুই একটা জংগি যখন ই মারা হয় তখন ই বাংগালিদের কারো কারো মনে মনোকান্না শুরু হয়ে যায়। খালেদা জিয়া থেকে শুরু করে অনেক নেতা পেতা বলতে শুরু করেন কেন জীবিত ধরা হল না? কোন দেশে জংগি জীবিত ধরার জন্য অপারেশন চালায় ভাই? লাদেন কে তো ইচ্ছা করলেই আমেরিকা ধরতে পারতো। কেন ধরে নাই ভাই?
জংগি মারলে মানবতার কথা বলেন? গুলশানে বিদেশি মারা গেলে তখন তো বাংগালি মানবতা খোজেন না।
মানবতা কি শুধু জংগিদের জন্য?
জংগি ধরলে নাটক হয়া যায়। আরে ভাই আপনি একটা নাটক সাজান না। দেখতে মন চায় কত টেলেন্ট আপনি। নাটকের নাম আপনার প্রকাশ করা লাগবো না, মিডিয়াই প্রকাশ কইরা দিবো।
ঘটনা ঢাকার জন্য নাকি জংগি নাটক! আরে ভাই। এতই যখন আপনি বুদ্ধিমান তখন বইসা না থাইকা আপনি ঘটনা প্রচার করেন তাইলেই তো হয়।
জংগি ধরলে/মারলে নাটক আর গুলশান হামলা হইলে পুলিশ ব্যর্থ। কেমনে কি রে ভাই?
আফসোস আমি জংগি না। জংগি হইলে অন্ততঃ বাংগালিদের ভালবাসা পেতাম!
শুরুতেই মেজাজের কথা বলছিলাম এই জন্য যে জংগি মারলে পুলিশদের অনেক গালাগালি শুনতে হয়। আমি জংগি হলেও আমার পক্ষে কিছু বাংগালি বাকযুদ্ধ চালাবে এটাই কি আমার বড় পাওয়া না?